নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মমতার সাংস্কৃতিক উপস্থাপনা

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে একত্রিত হওয়া’ শিরোনামে লিঙ্গ ভিত্তিক সহিংসতা নিরসনে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত ‘গৃহ ভিত্তিক পোশাক শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ শীর্ষক’ প্রকল্পের উদ্যোগে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সমপ্রতি নগরীর হালিশহর ছোটপুলস্থ বাদশাহ মিয়া ব্রিকফিল্ড সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও অক্সফামের কারিগরি সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা এ প্রকল্প চসিকের ১৬টি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী, যুব সমাজ, স্থানীয় সামাজিক নেত্রীবৃন্দ ও স্টেকহোল্ডারদেরসহ জনসাধারণকে সচেতন করার জন্য নারী সহিংসতা প্রতিরোধে ও লিঙ্গ বৈষম্য দুরীকরণের বিভিন্ন বিষয় ‘নাটিকা’ বা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়। নাটিকার মাধ্যমে যেসব বিষয় উপস্থাপন করা হয় তা হলো, মেয়ের শিশু জন্মকে প্রচলিত সমাজে স্বাগত না জানানোর কুফল, মেয়েদের মানসিক বিকাশে ঘরের বাইরে বের হওয়ার প্রতিবন্ধকতা, মেয়েদের ক্রীড়া ও সাইকেল চালানোর প্রতি সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গীর প্রতিফলন, বাল্য বিবাহ প্রতিরোধ, অপ্রাপ্ত বয়সে নারীদের প্রসবজনিত সমস্যার বিষয়ে জনসাধারণকে সচেতনতা সৃষ্টি করা হয়। উক্ত সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, প্রকল্প সমন্বয়কারী তওফিক আহমেদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গীবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধজনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের মতবিনিময়