আউটার স্টেডিয়াম থেকে সরে গেল বিজয় মেলা, হবে সিআরবি চত্বরে

খেলার মাঠে মেলা না হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ চট্টগ্রামবাসীর

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

আগামী ৯ ডিসেম্বর থেকে ৬ দিনব্যাপী বিজয় মেলা আয়োজনের কথা ছিল চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে। এ লক্ষ্যে বিজয়মেলা উদযাপন পরিষদ চট্টগ্রাম প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করেছিল। আউটার স্টেডিয়ামের মাঠে বাঁশ গেড়ে স্টল নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে নেয়া হয়েছিল। কিন্তু গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার স্থান পরিবর্তনের কথা জানানো হয়। জানা গেছে, এবারের বিজয় মেলা আউটার স্টেডিয়ামের পরিবর্তে সিআরবি চত্বরে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান গতকাল রাতে দৈনিক আজাদীকে বলেন, জনস্বার্থে এই মেলা আউটার স্টেডিয়াম থেকে সরিয়ে সিআরবি চত্বরে নেয়া হয়েছে। অনেকদিন ধরেই খেলার মাঠে আর মেলা না করার পক্ষে ছিলেন চট্টগ্রামবাসী। চট্টগ্রামের ক্রীড়াপ্রিয় সাধারণ মানুষ জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যদিও বিজয়মেলা আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে মাঠে বেশ কিছু কাজ করা হয়েছে। তারপরও আউটার স্টেডিয়াম থেকে মেলাটি সরিয়ে নেওয়ায় তারা ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসনকে। এর আগে চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের উদ্যোগে আউটার স্টেডিয়ামের সংষ্কারের কাজ শুরু করা হয়েছিল। মাঠে সবুজ ঘাস লাগানোর পর অনেকটাই খেলা উপযোগী হয়ে উঠেছিল আউটার স্টেডিয়াম। ৫ আগস্টের পর ক্ষুদে খেলোয়াড়রা বেড়া টপকে মাঠে ঢুকে অবাধে খেলতে থাকলে মাঠের সংষ্কার কাজ বিঘ্নিত হয়। মাঠের সবুজ ঘাস আর রক্ষা করা যায়নি। চট্টগ্রামের সচেতন ক্রীড়ামোদী মহল মনে করেন আউটার স্টেডিয়াম থেকে মেলা স্থানান্তর করে চট্টগ্রামের জেলা প্রশাসন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তারা আউটার স্টেডিয়ামকে খেলা উপযোগী করে চালু করার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক এবং সিজেকেএস সভাপতি ফরিদা খানমের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনগর বিএনপির ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড কমিটি বিলুপ্ত
পরবর্তী নিবন্ধহাইকমিশনে হামলার জন্য ভারতীয় মিডিয়ার অপপ্রচার দায়ী : প্রেস সচিব