সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে সিরিয়া ও রাশিয়ার জঙ্গি বিমানের তীব্র বোমাবর্ষণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন, সোমবার বিদ্রোহীদের উদ্ধারকারী পরিষেবা হোয়াইট হেলমেটস একথা জানিয়েছে। খবর বিডিনিউজের।
সিরিয়ার সামরিক সূত্রগুলো রয়টার্সকে জানায়, রোববার সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী অধিকৃত শহর ইদলিবে রাশিয়া ও সিরীয় জঙ্গি বিমানগুলো আঘাত হেনেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলেপ্পো শহরে ঢুকে পড়া বিদ্রোহীদের গুড়িয়ে দেওয়ার প্রত্যয় জানানোর পর এসব বিমান হামলা চালানো হয়। সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, তারা সমপ্রতি বিদ্রোহীদের দখল করা বেশ কয়েকটি ছোট শহর পুনর্দখল করেছে।
সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে তুরস্কের সীমান্তের কাছে বিভিন্ন ছিটমহলে আশ্রয় নিয়ে আছেন বিদ্রোহী ও তাদের পরিবারপরিজন মিলিয়ে প্রায় ৪০ লাখ মানুষ। তারা অস্থায়ীভাবে তৈরি তাঁবু ও বাসস্থানে আছেন। এই ছিটমহলের সবচেয়ে বড় শহর ইদলিব। বাসিন্দারা জানিয়েছেন, ইদলিবের কেন্দ্রস্থলে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, এ হামলায় অন্তত সাতজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্র রাশিয়া বলেছে, তারা বেসামরিক কোনো স্থাপনায় হামলা চালায়নি, বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর আস্তানাগুলোকে লক্ষ্যস্থল করেছে। হোয়াইট হেলমেটের ভাষ্য অনুযায়ী, রোববার ইদলিবে ও এর আশপাশে এবং আলেপ্পোর কাছে বিদ্রোহীদের দখলকৃত অন্যান্য এলাকার লক্ষ্যস্থলগুলোতে বিমান হামলায় নিহতদের মধ্যে ১০ শিশু আছে। সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হেলমেট জানিয়েছে, ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া সিরিয়া ও রাশিয়ার হামলায় নিহতের মোট সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে, এদের মধ্যে শিশু ২০ জন।