পার্বত্য শান্তিচুক্তির ২৭তম বছরপূর্তি উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি কর্তৃক উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। গতকাল সোমবার চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করা হয়। ৪১ বিজিবির মেডিক্যাল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান আগত রোগীদের চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেন। এসময় ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুঁইয়া এবং উপ–অধিনায়ক মেজল লতিফুল বারী উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল এবং চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।