লোহাগাড়ার আধুনগরে মসজিদের জানালার গ্লাস চুরির সময় দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রোববার দিবাগত রাতে ইউনিয়নের উত্তর হরিণা চৌধুরী পাড়া জামে মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল উপজেলার আধুনগর ইউনিয়নের জান মুহাম্মদ সিকদার পাড়ার আব্দুল মালেকের পুত্র শহিদুল ইসলাম ও তার শ্যালক চুনতি ফরেস্ট অফিস এলাকার মো. তানবীর। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, কিছুদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে মসজিদের জানালার গ্লাস চুরি করছিল একটি চোরচক্র। অব্যাহতভাবে মসজিদের জানালার গ্লাস চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে উদ্বেগ দেখা দেয়। অবশেষে আধুনগর ইউনিয়নের উত্তর হরিণা চৌধুরী পাড়া জামে মসজিদের জানালার গ্লাস চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আটক দুই চোর সম্পর্কে দুলাভাই–শ্যালক বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মাসুদ আলম জানান, ঘটনাস্থল থেকে মসজিদের জানালার গ্লাস চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।