সেই দিনমজুরকে নগদ অর্থসহায়তা

ছিনতাইকারীর কবল থেকে ৩০ লাখ টাকা রক্ষা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

নগরীর ফলমণ্ডির ফলের দোকানের এক কর্মচারীর চোখে মরিচের গুঁড়ো মেরে ৩০ লাখ টাকা নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেন দিনমজুর মোহাম্মদ আরজু। সেই ঘটনার পুরস্কার হিসেবে গতকাল দুপুরে ফলমণ্ডির ব্যবসায়ীরা তাকে অর্থসহায়তা দেন।

ফলমণ্ডির ব্যবসায়ী নেতারা বলেন, আমরা ক্রেস্ট বা টাকা দিয়ে তার সাহসিকতাকে মূল্যায়ন করতে পারবো না। সে যে অন্যায়ের প্রতিবাদ করেছে সেটাকে সাধুবাদ জানাই। পাশাপাশি অন্যান্য কর্মচারীরাও যাতে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে প্রতিবাদ জানায়, তাই আমরা তাকে সম্মাননার মাধ্যমে দেখিয়ে দিয়েছি। দিনমজুর আরজুর সাহসিকতার জন্য ৩০ লাখ টাকা রক্ষা পেয়েছে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দুপুর আড়াইটার দিকে ৩০ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন ফলমণ্ডির বিসমিল্লাহ ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার রেজাউল করিম সাকিব। তিনি ভঙ্গিশাহ মাজারের সামনে পৌঁছালে ছিনতাইকারী পারভেজ তার চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এরমধ্যে একজনকে ঝাপটে ধরে ফেলে দিনমজুর মোহাম্মদ আরজু।

পরবর্তীতে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। ছিনতাইকারীরা সাকিবের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা সাকিবের হাত, পা, পিঠ ও মুখে ছুরিকাঘাত করে। এ ঘটনায় বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মো. আলাউদ্দিন কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরের দিন (সোমবার) ঘটনাস্থলে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেনসদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির মো. কাউছার মিয়া (৩৮), ডবলমুরিং দোলা কলোনির মো. পারভেজ ও মো. রাব্বী (২৬)

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ আটক দুই
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার