ইজারা বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় উৎপাদন শুরুর দাবিতে আমিন জুট মিলের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল আমিন জুট মিলের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে শ্রমিকরা দ্রুত মিল চালু না করলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেবে বলে হুঁশিয়ার করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন আমিন জুট মিলস সিবিএ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, নন সিবিএ সম্পাদক শামসুল আলম, নন সিবিএর যুগ্ম সম্পাদক জমির আলী, আমিন জুট মিলস শ্রমিক নেতা চান মিয়া, আমিন কলোনি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য বেলাল হোসেন শিকদার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহিন, যুবদলের শফিউল ইসলাম শামু, আমিন কলোনি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোক্তা বেলাল হোসেন শিকদার, এইচ এম ইকবাল, আমিন টেক্সটাইল মিলসের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠক মোহাম্মদ শাহজাহান, আমিন শিল্পাঞ্চল বিএনপির ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের মাসুদ রানা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাট খাতকে ষড়যন্ত্রমূলকভাবে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দ্রুত ইজারা বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় চালু করতে হবে। আওয়ামী লীগ সরকারের নেয়া পাটকল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে দেশের স্বর্ণালী সময়ের শিল্প খাত পাটকে নতুন করে বিশ্ব দরবারে হাজির করতে সরকারকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম খাত পাট শিল্পকে ষড়যন্ত্র করে বন্ধ করা হয়েছিল। ৫ আগস্টের পর বিগত দেড় দশকের নানান অনিয়ম প্রতিহত করে শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার কাজ করছে। আমিন জুট মিলস, আমিন টেক্সটাইলসহ বন্ধ সকল পাট ও বস্ত্রকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু, অবৈধ ইজারা প্রক্রিয়া বাতিল ও দৈনিক ভিত্তিকসহ সকল শ্রমিকদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান শ্রমিকরা।