রাউজানের উত্তর গুজরা গ্রাম থেকে রুপা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রুপা উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের সিএনজি অটোরিকশা চালক সাদ্দাম হোসেনের স্ত্রী। স্থানীয় জনসাধারণ ও পুলিশ সুত্রে জানা যায় গতকাল সোমবার দুপুর আড়াইটায় উত্তর গুজরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে রূপার লাশ উদ্ধার করা হয়। নিহত রূপার আত্মীয় স্বজনের দাবি নির্যাতন সহ্য করতে না পেরে রুপা গলায় ফাঁস আত্মহত্যা করেছে। নিহতের দুই ছেলে সন্তান রয়েছে। জানতে চইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শহীদুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।