ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখার ১৮৯ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় চট্টগ্রামের ব্যবসায়ী ও শীর্ষ ঋণ খেলাপি আশিকুর রহমান লস্করকে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচার মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্র্যান্ড ট্রেডিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণ খেলাপি হলে আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে ২০২২ সালে ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখা একটি মামলা দায়ের করে।
মামলায় পরের বছরের ২২ মার্চ ডিক্রি হয়। এতে ৬০ দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে উক্ত ঋণ পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে বিবাদীর বিরুদ্ধে ১৮৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৪২ টাকা আদায়ের দাবিতে জারি মামলা দায়ের করা হয়। তিনি বলেন, এ নালিশি ঋণের বিপরীতে কোন বন্ধকী সম্পত্তি না থাকায় নিলাম কার্যক্রম করা সম্ভব হয়নি। সার্বিক বিবেচনায় উক্ত খেলাপি ঋণ পরিশোধে বাধ্য করার প্রয়াস হিসেবে আদালত লস্করের বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।