বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মূখপাত্র উমামা ফাতেমা বলেছেন, বাংলাদেশের ৫৩ বছরের শাসনামলে কিছু সুবিধাভোগী ছাড়া বেশিরভাগ মানুষ কোনে ধরনের সুবিধা পায়নি। বর্তমান শহরমুখী শিক্ষা, গ্রামের শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্যে পর্যাপ্ত ল্যাব এবং শিক্ষা সামগ্রী প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সহ–সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, বিপ্লবের একটি ধারাবাহিকতা আছে, এটি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত যদি ছড়িয়ে না যায় তাহলে এ বিপ্লব ব্যাহত হবে। দেখা যাবে এটা আর ১০ বছর পর থাকবে না। যখন আমাদের ভেতর আর স্পিরিটটা থাকবেনা তখন কাউকে না কাউকে জীবন দিতে হবে। তখনও কাউকে না কাউকে নির্যাতিত হতে হবে, এটা যাতে হতে না হয় এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এজন্য এ বিপ্লবকে বুকের ভেতর লালন করতে হবে। এত শিক্ষার্থী যে জীবন দিল তাদের সাথে যাতে প্রতারণা করা না হয়। তারা যে স্বপ্নটা দেখেছিল যে বাংলাদেশটা প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে গেলে সেটার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ফটিকছড়িতে বিজ্ঞান ক্লাব উদ্বোধন এবং বিতর্ক প্রতিযোগিতায় গতকাল সোমবার তারা এসব কথা বলেন। ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব উদ্বোধন, এরপর উপজেলা পরিষদ হল রুমে ডিবেট ক্লাব উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন–উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, সমন্বয়ক রবিউল হাসান শাফি, আকিব হাসান মাহি প্রমুখ।