জীবনকে উপলব্ধি করতে পারলে প্রকৃত সুখী

হৃদয় বড়ুয়া | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

তুমি যা উত্তম মনে কর, তাই কর। জীবন, অনুশোচনা, জবাবদিহিতা তোমার। জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে ন্যায়নীতি ও সত্যতা চর্চার কোনো বিকল্প নেই। জীবন একটি সুন্দর সাজানো ফুলের বাগিচার মত, জীবনকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ। দুঃখকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাটার আঘাত। মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য রয়েছে ফুলের সৌন্দর্য। তবে জীবনকে যত মানিয়ে নেওয়া যায়; ততই প্রকৃতির বন্ধু হওয়া যায়। তবে আমাদের দৈনন্দিন জীবনকে মারাত্মক হুমকিতে ফেলে রাগ। কারণ রেগে গেলে কারো হিতাহিত জ্ঞান থাকে না। রাগ দিয়ে কিছু গড়া যায় না, বরং অতিরিক্ত রাগে ভাঙন অনস্বীকার্য। তবু অনেক রাগী মানুষও ঠাণ্ডা মেজাজের হয়ে যায়, শুধু সম্পর্ক ভালো রাখার জন্য। বর্তমান আয়ুদৌড় তুলনামূলক বেশি নয়। কারো আয়ু হরিণ দৌড়, কারো আবার কচ্ছপের। রাগঅভিমান, সুখদুঃখ, অনুশোচনা মানিয়ে নিতে পারাটাই উত্তম এবং জীবনকে উপলব্ধি করতে পারলে প্রকৃত সুখী।

পূর্ববর্তী নিবন্ধকাটুক আজাদীময়
পরবর্তী নিবন্ধরিজিকে যা আছে