কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) বেলা দুপুরো উখিয়া উপজেলার সোনার পাড়ায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো. সুজা মিয়া (৪০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত মেহের উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে।
তিনি মেরিন ড্রাইভ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রামু উপজেলার হিমছড়ি এলাকাস্থ সেনাবাহিনীর ইসিবি ক্যাম্পের অধীনে একজন ভূমি পরিমাপক (সার্ভেয়ার) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে নুর মোহাম্মদ বলেন, সোমবার বেলা ১২টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার সোনার পাড়ায় অন্যদের সঙ্গে সুজা মিয়া ভূমি পরিমাপের কাজ করছিলেন। এক পর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত অন্য সহকর্মিরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুজা মিয়াকে মৃত ঘোষণা করেছেন। ঘটনার পর মোটরসাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় সুজা মিয়া কোমড়ে অন্ডকোষ ও উরুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হওয়ায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’