জাতীয় ক্রিকেট লিগে লড়ছে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে লড়াই করতে হচ্ছে চট্টগ্রামকে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দুই দিন শেষে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে চট্টগ্রামের ১৬০ রানের জবাবে তারা করেছে ২৬৮ রান। ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বারে চট্টগ্রামের সংগ্রহ ৬ উইকেটে ১৭৩ রান। ৬৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে চট্টগ্রাম।৩ উইকেটে ১৬১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা মেট্রো বাকি ৭ উইকেটে আর ১০৭ রান যোগ করতে পেরেছে। আইচ মোল্লার ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৫৭ রান। শামসুর রহমানের ব্যাট থেকে আসে ৪২ রান। চট্টগ্রামের পক্ষে আশরাফুল হাসান নেন ৪ উইকেট, নাঈম হাসানের শিকার ৩টি। ইরফান,শরিফ এবং এনামুল ১টি করে উইকেট পান। পরে চার নম্বরে নেমে ৫৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সাজ্জাদুল হক। ৭ চারের সঙ্গে তিনি মারেন ১টি ছক্কা। এ ছাড়া সাদিকুর ৩৫, পারভেজ ৪, সাদ্দাম ১৬, ইয়াসির ১১ এবং সাব্বির ৪ রান করেন। দিন শেষে ৩৪ রানে অপরাজিত নাঈম হাসান। মেট্রোকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে তার দিকেই তাকিয়ে থাকবে চট্টগ্রাম। তার সাথে ব্যাট করছেন শরীফ ৮ রান নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলতে অনেক বাধা
পরবর্তী নিবন্ধভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তামিম!