আর কোনো বিড ছিল না। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নামটা তাই অবধারিতই ছিল বলা চলে। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। গতকাল সেই নিশ্চয়তাও দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই ঘোষণার পথে ইতিহাসও গড়েছে সৌদি আরব। বিশ্বকাপের ইতিহাসে ফিফার কাছ থেকে আয়োজক হিসেবে সবচেয়ে বেশি নাম্বার পেয়েই গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। পাশ্চাত্যের বহু দেশের আপত্তি থাকার পরেও ফিফা সৌদি আরবকে ৫ এর মধ্যে ৪.২ দিয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।