আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) সংযুক্ত আরব আমিরাত কার্যকরী সংসদ ও মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ইউএই শাখা ইউনিটের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় ইউএই ন্যাশনাল ডে উপলক্ষে গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে মোট ১২৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। পরে এসব রক্ত আবুধাবীর সেহা ব্লাড ব্যাংক সার্ভিসে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন শাহ এমদাদীয়া ইউএই কার্যকরী সংসদের সহ–সভাপতি মুহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, এনামুল হক, আব্দুল মোতালেব বাবুল, দাউদ মিয়া বাপ্পা, এমদাদুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।