চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মিলনায়তনে এক শোক সভা ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মরহুম এটিএম সালেহ জহুর, সাবেক উপ–পরীক্ষা নিয়ন্ত্রক মরহুম জামাল উদ্দিন আহম্মেদ, স্থায়ী কর্মচারী সাঁট মুদ্রাক্ষরিক–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক মরহুম মুহাম্মদ নুরুল ইসলাম এবং মরহুম কাজী জিল্লুর রহমান ও জুনিয়র অডিটর মরহুম মো: ওসমান গণির স্মরণে এই শোকসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম। সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক প্রফেসর মো: জাহেদুল হক এবং সভা পরিচালনা করেন মো: বেলাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম তাঁর বক্তৃতায় বলেন, মানুষের সুকৃতিই মানুষকে বাঁচিয়ে রাখে। সেবাপ্রদানকারী এ প্রতিষ্ঠানে জনগণের সেবা করার মাধ্যমেই যে কোনো কর্মকর্তা ও কর্মচারী মৃত্যুর পরও মানুষের স্মৃতিতে বেঁচে থাকতে পারেন। এতে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ড সচিব প্রফেসর আমিরুল মোস্তফা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ.এম.এম. মুজিবুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল আজিজ, সহকারী কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন, সেকশন অফিসার মো: সরোয়ার কায়সার, মো: জাহেদ হোসেন খোকা, মো: জাহেদ হোসেন এবং ফটোমেশিন অপারেটর মো: শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ। বক্তারা প্রয়াত কর্মকর্তা ও কর্মচারীগণের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। চেয়ারম্যানর মহোদয় প্রয়াত বোর্ড কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের নিকট স্মৃতিস্মারক বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।