বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ৮টি প্রশাসনিক ওয়ার্ড আমিরবৃন্দের শপথ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরের দেওয়ানবাজার বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) হল রুমে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে সমপ্রতি স্ব–স্ব ওয়ার্ডের সদস্যবৃন্দের (রুকন) প্রত্যক্ষ ও গোপন ভোটে ২০২৫–২০২৬ সেশনের আমির নির্বাচিত হন তারা। কোতোয়ালী থানার নির্বাচিত ৮টি ওয়ার্ড আমীরের মধ্যে রয়েছেন ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে এডভোকেট আনোয়ার সা‘দত, ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের একরামুল হক, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে ডা. মোহাম্মদ ইলিয়াস, ৩১ নম্বর আলকরন ওয়ার্ডে মাওলানা মুহাম্মদ আজগর হাসান, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে মুহাম্মদ ওসমান গণি, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে মুহাম্মদ কামাল উদ্দিন, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে নুরুল আমীন, ৩৫ নম্বর বক্সির হাট ওয়ার্ডে সাইয়েদ মোহাম্মদ আলী। নবনির্বাচিত আমিরবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কোতোয়ালী থানা আমির আমির হোছাইন। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে থানা নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশীদ আমু এবং সেক্রেটারি মোস্তাক আহমদসহ থানা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং প্রশাসনিক ওয়ার্ডসমূহের মজলিশে শূরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।