সব দলকে কথা বলার সুযোগ করে দিতে হবে

ইনসানিয়াত বিপ্লবের সম্মেলনে ইমাম হায়াত

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

দেশের চলমান রাজনীতি অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় সংকটে বক্তব্য তুলে ধরার জন্য ইনসানিয়াত বিপ্লব গত শুক্রবার প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ আয়োজন করেছিলো। সমাবেশটি বন্ধ করে দেয়ার প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লব সংগঠনের গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গত শনিবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ বন্ধের প্রতিবাদ জানিয়ে বলেন, সব দলকে কথা বলার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিতে হবে। না দিলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে। ইমাম হায়াত বলেন, রাষ্ট্র সবার সব মানুষের স্বীকার না করলে এবং জনগণকে রাষ্ট্রের মালিক স্বীকার না করলে তাদের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মুক্তি আসবে না। আল্লামা ইমাম হায়াত দেশদ্বীন রক্ষায় ও জীবনের স্বাধীনতা নাগরিকত্ব গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক অধর্ম উগ্রবাদী ও উগ্র জাতিবাদী একক গোষ্ঠীবাদি অপরাজনীতি বর্জন করে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার ছনহরায় মার্কেটে তালা ভেঙে ৪ দোকানে চুরি
পরবর্তী নিবন্ধইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত