রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত : অ্যাটর্নি জেনারেল

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার মামলায় উচ্চ আদালত সব আসামিকে খালাসের যে রায় দিয়েছে তা দেখে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেছেন, রায় দেখে আপিল করব কিনা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে করা উচিত বলে মনে করি। এর চেয়ে ক্লিয়ার করে আর কী বলব? খবর বিডিনিউজের।

আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ গতকাল এ রায় দেয়। জজ আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন (ডেথ রেফারেন্স) হাই কোর্ট খারিজ করে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্রেডিট কার্ডে সুদ বাড়ল
পরবর্তী নিবন্ধখেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা