রাউজানে যুবদল কর্মীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে গেল মুখোশধারীরা

রাউজান প্রতিনিধি | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নে গত শনিবার রাতে নাছির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে গেছে। আহত নাছির ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া গ্রামের প্রয়াত দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নাছির উদ্দিন যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের কারণে তাকে কোপানো হয়েছে। শনিবার রাত আটটার দিকে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাড়ির সামনের রাস্তায় নাছিরকে আটকিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় নাছিরকে উদ্ধার করে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়।

ঘটনা প্রসঙ্গে আহত নাছিরের স্ত্রী বেদুরা বেগম বলেছেন, তার স্বামী শনিবার রাত ৯টার দিকে বাজার থেকে সিএনজি টেক্সিতে করে বাড়ির কাছে এলে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী অতর্কিতে তার ওপর হামলা করে। শরীর ও মাথায় এলোপাথারি কোপাতে থাকলে তিনি চিৎকার করতে থাকেন। এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন। সন্ত্রাসী মারা গেছে ভেবে তাকে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এখন সেখানে তার চিকিৎসা চলছে। আহত নাছির কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। যুবদলের এই নেতার দাবি হত্যা করার উদ্দেশ্যে নাছিরের ওপর হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম শফিকুল আলম চৌধুরী জানান, এই ধরনের কোনো ঘটনার কথা শুনেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে
পরবর্তী নিবন্ধক্রেডিট কার্ডে সুদ বাড়ল