চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র তৃতীয় সিন্ডিকেট সভা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এসএম আবু তৈয়ব, ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য চুয়েট অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও সিবিইউএফটি ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। এতে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সরকার মনোনীত সিন্ডিকেট সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার। সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী আরো নতুন নতুন কোর্স চালুর বিষয়ে সিন্ডিকেটের দৃষ্টি আকর্ষণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে ল্যাব অনুশীলন কার্যক্রম জোরদার করার ওপর তাগিদ দেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। এ সময় সিবিইউএফটি ডিন ও সিন্ডিকেট সদস্য, এমবিএ কোর্সের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ডাকাতি হওয়া ইজিবাইকের ৫২টি ব্যাটারি উদ্ধার, ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতানজিম উইকেট পেলেও হেরেছে গায়ানা