দেশের ক্রান্তিকালে জাতীয় ঐক্যের বিকল্প নেই

এলডিপির সভায় বক্তারা

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

এলডিপি বায়েজিদ বোস্তামী থানা শাখার আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। নগরীর অলি আহমদ তুলা কোম্পানি স্থানে সভায় বায়েজিদ বোস্তামী থানা গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক মো. সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দ গিয়াসউদ্দিন আলম, উদ্বোধক ছিলেন মোহাম্মদ আইযুব কুতুবী। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহ আলম আল কাদেরী, মাওলানা আবুল হায়াত নকশবন্দী। প্রধান অতিথি বলেন, দেশে গত ৫ আগস্টের পরে দেশে নতুন অন্তর্বর্তী সরকার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, কিন্তু পতিত স্বৈরাচার এবং তাদের দেশিবিদেশি দোসররা চক্রান্ত করছে দেশকে অস্থিতিশীলের জন্য, তাই মহানগর এলডিপি নেতাকর্মীরা প্রত্যেক পাড়ায় মহল্লায় নতুন সদস্য সংগ্রহ করে এলডিপির কার্যক্রমকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দেশের ক্রান্তিকালে জাতীয় ঐক্যের বিকল্প নেই। মো. করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ মহিউদ্দিন, একরামুল করিম ইমন, নুরুল আমিন, মোহাম্মদ ফরহাদ। শুভেচ্ছা বক্তব্য দেন, অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোস্টা গাভরাস রেট্রোসপেকটিভ
পরবর্তী নিবন্ধডা: প্রবীর কুমারের হৃদরোগ বিষয়ক গ্রন্থ তৃতীয় সংস্করণ প্রকাশের সিদ্ধান্ত