আনোয়ারায় পুলিশের অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– মো. সৈয়দ নুর (৪২), মো. তৌহিদ (২৮), মো. মহিউদ্দিন (২৮) ও মো. সিরাজ (৩০)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানায়, শুক্রবার রাতে গরু চুরিসহ বিভিন্ন অভিযোগে ৪ দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।