বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ইউসিটিসিতে সভা

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এর উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৮ নভেম্বর উক্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টি সেক্রেটারি মোহাম্মদ ওসমান,। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ ও ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার। সভায় বক্তাগণ বৈষম্য বিরোধী আন্দোলনের পটভূমি ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে যুবদল নেতাকে গ্রেপ্তার দাবিতে জামায়াতের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গরু চুরির অভিযোগে আটক চার