ছিদ্দিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ও সভা

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

সামাজিকসাংস্কৃতিক ক্রীড়া সংগঠন ‘সূর্য সাথী’র প্রতিষ্ঠাতা ও মওলানা ভাসানী ফাউন্ডেশনের আহ্বায়ক লেখক ও গবেষক ছিদ্দিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর বাদুরতলা হারেছ শাহ লেইন ছিদ্দিকুল ইসলাম চত্বরে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন কঙবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক উপাচার্য ডা. আবুল কাসেম। প্রধান আলোচক ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন ও বেওয়ারিশ চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন পিপিএম। মহল্লার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাসেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু’র সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ বাদুরতলা কাপাসগোলা আংশিক মহল্লা কমিটি সভাপতি শহীদুল ইসলাম খসরু, দক্ষিণ শুলকবহর মহল্লা কমিটির সভাপতি মো. মনজুর আলম, ঘাসিয়ার পাড়া, মহল্লা কমিটির সভাপতি মিজানুর রহমান সুমন। বক্তব্য রাখেন আব্দুস সামাদ, প্রকৌশলী কামাল পাশা, আনোয়ারুল আলম পারভেজ, লায়ন আবু নাসের রনি, আজহারুল ইসলাম রুবেল, মো. জানে আলম, রুবেল সিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সূর্য সাথী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সভাপতি মানসিব, আসিফ, মো. রবিউল হোসেন, কামরুল হাসান, নুরুল আলম নুরু, আবির, তানিম, তাহের, মাহিন, ইজাজ, সাকিব, আকিব, আশিকুল ইসলাম, মতিউর রহমান মুন্না, মিঠু, বেলাল, মো. মাছুমসহ অন্যান্য সদস্যগণ। সভা শেষে প্রয়াত ছিদ্দিকুল ইসলামের মাগফিরাতসহ দেশ ও জাতীর সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন সল্ট গোলা বন্দর জামে মসজিদের খতিব মওলানা মো. হোসেন আল কাদেরী। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমরা এমন দেশ চাই যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিতে হবে না : জামায়াত আমির
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন