আজ থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী জাহাজ

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ (১ ডিসেম্বর) থেকে সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচল করবে। এর আগে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ যাতায়াত সাময়িক রন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাজ মালিক কর্তৃপক্ষ। খবর বাসসের।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকেদের সংগঠন সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশএর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, রোববার থেকে কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হবে। তবে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে কোনো পর্যটককে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক নিয়ে উঠতে দেওয়া হবে না।

কক্সবাজারের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ বলেন, শনিবার (৩০ নভেম্বর ) সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিনে যাতায়াতের জন্য তিনটি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যাচাইবাছাই করে এ অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, সমপ্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কঙবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে তিন যুবককে তুলে নিয়ে মুক্তিপণ আদায় চেষ্টার অভিযোগ
পরবর্তী নিবন্ধহাসপাতালে নূরের ওপর হামলার চেষ্টা