জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রবাসীদের আবেদন এখতিয়ার বহির্ভূতভাবে বাতিল করায় চট্টগ্রামের ৬ উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। একই কারণে সারা দেশের মোট ৪০ জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
চট্টগ্রামের যেসব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে তারা হলেন কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা, হালিশহর উপজেলা নির্বাচন কর্মকর্তা, হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা, মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা, রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা।
ইসির এনআইডি অনুবিভাগের উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. তকদির আহমেদ ইতোমধ্যে ওই কর্মকর্তাদের নির্বাচন ভবনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, প্রবাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। মিশন অফিসে যে সকল প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তাদের আবেদনগুলোর সঙ্গে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে মিশন অফিস থেকে ৩টি ডকুমেন্ট (১. অনলাইন জন্মনিবন্ধন, ২. পাসপোর্টের কপি, ৩. পাসপোর্ট সাইজের ছবি) সংযুক্ত না করা হলে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা আবেদনটি তদন্ত করতে পারবেন না এবং আবেদনটি বাতিল করতে পারবেন না মর্মে পত্র প্রেরণ করা হয়েছে।
এছাড়া ইসি সচিবের সভাপতিত্বে ১০টি অঞ্চলে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র সেবা সহজিকরণ সভায় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়। এতৎসত্ত্বেও আবেদনগুলোতে ডকুমেন্ট সংযুক্ত না থাকায় বাতিল করা হয়। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হলেও উপরে একশতটি আবেদনে ৩টি ডকুমেন্ট সংযুক্ত না থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে; যা স্পষ্টত কর্তব্য অবহেলার শামিল।