চট্টগ্রামে চলতি বছর ৭০ এইডস রোগী শনাক্ত

চিকিৎসা নিয়ে স্বাভাবিকভাবে বাঁচা যায় বিশ্ব এইডস দিবস আজ

জাহেদুল কবির | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে চলতি বছরে এ পর্যন্ত ৭০ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৪৪ জন। ২০২১ সালে ৪২ জন, ২০২২ সালে ৮৯ জন এবং ২০২৩ সালে শনাক্ত হয় ৫৬ জন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এআরটি সেন্টার থেকে সর্বমোট ২ হাজার ৬৭ জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৮১ সালে এ রোগ শনাক্ত হলেও বাংলাদেশে ধরা পড়ে ১৯৮৯ সালে। ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ১১ হাজারের বেশি এইচআইভি পজিটিভ রোগী আছেন।

বাংলাদেশের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, এইডস শনাক্ত করার জন্য সারা দেশে ২৭টি কেন্দ্র রয়েছে। চিকিৎসাসেবা দেওয়া হয় ১১টি কেন্দ্র থেকে, যা শুধু প্রাথমিক চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এইডস একটি মহামারী রোগ, যা এইচআইভি নামক ভাইরাসের মাধ্যমে ছড়ায়। সারা বিশ্বে এ পর্যন্ত ৩৯ মিলিয়ন এইচআইভি রোগী শনাক্ত হয়েছে। ২০২৩ সালে নতুনভাবে শনাক্ত হয়েছে ১.৩ মিলিয়ন এবং মারা গেছেন ৬ লাখ ৩০ হাজার লোক।

যেভাবে ছড়ায় : এইডস তিনটি পদ্ধতিতে ছড়ায়, একটি হলো দুজন মানুষের শারীরিক মিলনের মাধ্যমে। দ্বিতীয় ইনজেকশনের মাধ্যমে, অর্থাৎ ইনজেকশন শেয়ার করা হলে বা রক্ত দেওয়ার মাধ্যমে হতে পারে। তৃতীয়ত মা থেকে সন্তানের হতে পারে। মা যদি এইচআইভি পজিটিভ হয়, তখন এটি হতে পারে। তবে এর আশঙ্কা খুব কম, ১০০ ভাগের এক ভাগও নয়, দশমিক পাঁচ শতাংশ। এই তিনটির বাইরে অন্য কোনো মাধ্যম নেই। যৌন কার্যক্রমের মধ্যে নারী, পুরুষ, সমকামীদের মাধ্যমে এইচআইভি ছড়িয়ে পড়ার হার বেশি।

চমেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জুনায়েদ মাহমুদ খান আজাদীকে বলেন, এইডস একসময় মরনব্যাধি হলেও বর্তমানে এ রোগে চিকিৎসা গ্রহণের মাধ্যমে একজন লোক প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। নিয়মিত ওষুধ সেবন (যা এআরটি সেন্টার থেকে বিনামূল্যে দেওয়া হয়) এবং নিয়মিত ফলোআপ করলে এখন এ রোগ নিয়েও সুস্থ থাকা যায়।

আজ বিশ্ব এইডস দিবস : বিশ্ব এইডস দিবস আজ। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’। বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রতি বছর বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের উদ্যোগে আজ রোববার দুপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসক্ষমতা আছে, তবুও বৈশ্বিক যোগাযোগে গতি আসেনি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছয় নির্বাচন কর্মকর্তাকে শোকজ