৫২ আন্ত:নগর ট্রেনের মধ্যে দুই মাসে সর্বোচ্চ আয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে

রেলওয়ে পূর্বাঞ্চল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের সারাদেশে যাত্রী বহনকারী ১১২টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এরমধ্যে পূর্বাঞ্চলে চলাচল করে ৫২টি ট্রেন। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পূর্বাঞ্চলে সর্বোচ্চ আয় করেছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। এরপর আছে পর্যটক এক্সপ্রেস ট্রেন। রেলওয়ের বাণিজ্যিক বিভাগ থেকে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের কক্সবাজারঢাকাকক্সবাজার রুটে চলাচল করা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন গত সেপ্টেম্বর মাসে আয় করেছে ৩ কোটি ৬৯ লাখ টাকা। ওই মাসে এটি পূর্বাঞ্চল জোনের সর্বোচ্চ আয় করা ট্রেন। পর্যটক এক্সপ্রেস ট্রেন আয় করেছে ৩ কোটি ৩৫ লাখ টাকা। আর এই অঞ্চলে সর্বনিন্ম ৪৯ লাখ ৫৫ হাজার টাকা আয় করেছে ঢাকামোহনগঞ্জঢাকা রুটে চলাচল করা হাওর এক্সপ্রেস।

অপরদিকে অক্টোবর মাসে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আয় করেছে ৩ কোটি ৮০ লাখ টাকা। পর্যটক এক্সপ্রেস ট্রেন আয় করেছে ৩ কোটি ৬০ লাখ টাকা। এদিকে রেল ভবনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের মধ্যে সর্বোচ্চ আয় করেছে একতা এক্সপ্রেস ট্রেন। আর সর্বনিন্ম আয় করেছে করতোয়া এক্সপ্রেস। দুটি ট্রেনই বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের। রেলওয়ে পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক বিভাগের এক কর্মকর্তা জানান, পঞ্চগড়ঢাকাপঞ্চগড় রুটে চলাচল করা একতা এক্সপ্রেস সেপ্টেম্বর মাসে ৪ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ট্রেনটির মোট আসন সংখ্যা ১২৩০/১২৫৪টি। অন্যদিকে সান্তাহারবুড়িমারিসান্তাহার রুটে চলাচল করা করতোয়া এক্সপ্রেস আয় করেছে ৩২ লাখ ৪২ হাজার টাকা। ট্রেনটির মোট আসন সংখ্যা ৫৬৪টি। রেল ভবনে থেকে এসব তথ্য জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হলো মুন্নী সাহাকে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রকল্পগুলোতে প্রচুর দুর্নীতি হয়েছে