ফ্যাসিস্টমুক্ত আন্দোলনে জাসাস কর্মীদের আত্মত্যাগ ইতিহাস হয়ে থাকবে

চট্টগ্রাম বিভাগীয় কর্মী সম্মেলনে বক্তারা

| শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেছেন, দেশকে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত করতে ছাত্র জনতার সাথে জাসাসের নেতাকর্মীরাও শহিদ হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, কারা নির্যাতনসহ পেটোয়া বাহিনীর হাতে নিগৃহীত হয়েছে। হামলামামলা শিকার হয়ে কারাবরণ করেছে। জাসাস নেতাকর্মীদের রক্তক্ষয়ী আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে ইতোমধ্যেই লেখা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ রিজিমের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে জাসাস নেতাকর্মীরাও ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে।

তিনি গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাসাসের চট্টগ্রাম বিভাগীয় কর্মী সম্মেলন এ কথা বলেন। জাসাসের কেন্দ্রীয় যুগ্মআহবায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়নের সভাপতিত্বে ও মহানগরের সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, কবি এবিএম সোহেল রশিদ, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলু, উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, দক্ষিণ জেলা আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আহ্বায়ক নাসির উদ্দীন, খাগড়াছড়ি সভাপতি মোহাম্মদ ইউনুস, বান্দরবন জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, রাঙ্গামাটি জেলা সভাপতি কামাল হোসেন, ফেনী জেলার সভাপতি কাজী ইকবাল আহমেদ, নোয়াখালী জেলা সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা
পরবর্তী নিবন্ধইসকনের ব্যানারে সাইফুলকে হত্যা করেছে আ. লীগের লোকজন