মহেশখালীতে অস্ত্র ও কার্তুজসহ শফি আলম টুনাইয়া (৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া সাতঘর পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক টুনাইয়া উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার বদিউল আলমের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিয়মিত অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামিদের ধরতে গেলে পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার সময় শফি আলম প্রকাশ টুনাইয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান করা বাড়ির একটি আলমিরার উপর থেকে অস্ত্র ও তার বালিশের নিচ থেকে ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আটক শফি আলম ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করত। মহেশখালীতে বিভিন্ন জায়গায় চিংড়ি ঘের দখল–বেদখলসহ সন্ত্রাসী কাজে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও হত্যাচেষ্টাসহ ৭টি মামলা রয়েছে। উল্লেখ্য, শফি আলম ২০২১ সালে বিপুল পরিমাণ অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল।