অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

| শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিশুদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি কঠোর আইন অনুমোদন করেছে। আইনটির মাধ্যমে ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। আইনটি কার্যকর হতে অন্তত ১২ মাস সময় নেবে এবং যদি টেক কোম্পানিগুলো এর পরিপালন না করে, তবে তাদেরকে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। খবর বাংলানিউজের।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমের হুমকি থেকে রক্ষা করার জন্য এই আইনটি প্রয়োজন, যা অনেক পিতামাতারাও সমর্থন করেছে। তবে সমালোচকরা বলছেন, কিভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এর প্রভাব কি হবে তা পরিষ্কার নয়। আগের কিছু আইনে পিতামাতার অনুমতি বা পূর্বে অ্যাকাউন্ট থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা গেলেও নতুন আইনটি ১৬ বছরের নিচে সকলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে।

পূর্ববর্তী নিবন্ধইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে আরো ৮ মামলা
পরবর্তী নিবন্ধগাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের বোমা হামলা, নিহত ২৬