কে. ডি. প্রভাতী ফুটবল ক্লাবের বার্ষিক পারিবারিক মিলন মেলা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। এতে এডভোকেট এমরান উদ্দিন স্বপন প্রধান অতিথি এবং ব্যবসায়ী মোহাম্মদ নোমান ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাব সভাপতি অসীম বড়ুয়া অপুর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সাধারণ সম্পাদক সুধীর দে। সিনিয়র সদস্য রাসেল ভান্ডারীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপদেষ্টা অঞ্চল কুমার তালুকদার, সিনিয়র সহ–সভাপতি তাপস চক্রবর্ত্তী, সহ–সভাপতি বিজয় বড়ুয়া বাপ্পা ও যুগ্ম সম্পাদক সুমন বড়ুয়া। অনুষ্ঠানে সমপ্রতি শেষ হওয়া ক্লাবের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্নফুলী ও রানার আপ হালদা দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র ও নৈশভোজের আয়োজন ছিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা প্রণব বড়ুয়া, সহ–সভাপতি রানা বড়ুয়া, যুগ্ম সম্পাদক মিঠুন চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ জাবেদ হোসেন, ক্রীড়া সম্পাদক ইমরান হোসেনসহ সদস্য মাহামুদ, দিদার, টিপু, সুলতান, আসিফ, নেপাল, জ্যাকি, ইমন, বাধন, নিউটন, সাইফুল, হায়দার, ইয়াছিন, আকাশ, ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।