মীরসরাইয়ে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রকল্প সোনাপাহাড় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রাকৃতিক কৃষিতে আগ্রহী প্রায় অর্ধশতাধিক নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রকল্প সোনাপাহাড়ের আয়োজনে প্রাকৃতিক কৃষি কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সোনাপাহাড়ের উদ্যোক্তা আমজাদ হোসেন, সমন্বয়কারী ফজলুল হক ও প্রকল্প সোনাপাহাড়ের কর্মকর্তা পুলক পাল।

কর্মশালায় কৃষির ইতিহাস ও তার বিবর্তন নিয়ে আলোচনা করেন মো. ইফতেখার আলী। প্রাকৃতিক কৃষি কি, কেন দরকার কিভাবে করা সম্ভব সার্বিক বিষয়ে আলোচনা করেন দেলোয়ার জাহান।

কর্মশালায় আলোচকরা প্রাণবৈচিত্র্য, বাস্তুতন্ত্র, প্রাকৃতিক কৃষির মূলনীতি, বর্তমান কৃষির সংকট, মাটি ব্যবস্থাপনা, মিওয়াকি বনায়ন, প্রাকৃতিক বালাই ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন, প্রাকৃতিক ফসল বিপণন ও প্রাকৃতিক কৃষক সমাজ তৈরি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া রাসায়নিক সার ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ে সমাজে জনসচেতনতা তৈরি ও প্রাকৃতিক কৃষিতে জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়।

পূর্ববর্তী নিবন্ধলেডিস ক্লাব ঐতিহ্য ও আস্থায়
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে অসহায়দের মাঝে হাঁস ও ওষুধ সামগ্রী বিতরণ