বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ অযাচিত, দ্বিচারিতা : আসিফ নজরুল

| শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশে হিন্দু সমপ্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের প্রতিক্রিয়ায় ভারতের কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার অভিযোগ, ভারতে সংখ্যালঘু মুসলিম সমপ্রদায়ের মানুষের ওপর ‘অসংখ্য নির্মমতার’ ঘটনা ঘটছে। সেসব নিয়ে দেশটির কোনো সংকোচ বা অনুশোচনা নেই। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে তারা ‘অযাচিত উদ্বেগ’ প্রকাশ করছে। আসিফ নজরুলের দৃষ্টিতে ভারত ‘দ্বিচারিতা’ করছে এবং সেটি নিন্দনীয় ও আপত্তিকর। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি বিবৃতির মধ্যে গতকাল শুক্রবার আইন উপদেষ্টা তার ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন। তিনি ভয়েস অব আমেরিকা বাংলার জরিপের উদ্ধৃতি দিয়ে লেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪ দশমিক ১ শতাংশ) মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। খবর বিডিনিউজের।

ভয়েস অব আমেরিকার এই জরিপের ফলাফল নিয়ে তুমুল আলোচনা চলছে বাংলাদেশে। এই জরিপটিতে যে নমুনা নেওয়া হয়েছে, তার মধ্যে ৯২ শতাংশের বেশি মুসলমান এবং তাদের মতামতের ভিত্তিতে হিন্দুদের নিরাপত্তাবোধের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত কতটা যৌক্তিক, এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছেন অনেকেই। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু সমপ্রদায়ের মানুষ, তাদের বাসভবন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণের অভিযোগের মধ্যে ভারত থেকে একাধিকবার তীব্র প্রতিক্রিয়া এসেছে। দুটি বিবৃতিরই তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

গত তিন দিনে ভারত সরকারের তরফে দুটি বক্তব্য এসেছে। এর মধ্যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার ‘গভীর উদ্বেগ’ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বিভিন্ন হামলার পরে এই ঘটনা ঘটল। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটের পাশাপাশি প্রতিমা ও মন্দিরে চুরি, ভাঙচুর ও অবমাননার কিছু নথিবদ্ধ ঘটনাও রয়েছে। এসব ঘটনায় জড়িতরা যখন ধরাছোঁয়ার বাইরে, তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায়সংগত দাবি উত্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনাটা দুর্ভাগ্যজনক।

পূর্ববর্তী নিবন্ধএই বাংলাদেশ চাইনি, অর্জন যেন বৃথা না যায় : ফখরুল
পরবর্তী নিবন্ধজমিয়তুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ