খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা চেষ্টার অভিযোগে গোপিনাথ ত্রিপুরা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাগড়াছড়ি জেলা পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ভিকটিম কিশোরী বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে মোবাইলে টাকা রিচার্জ শেষে দোকান থেকে বাসা ফিরছিল। এসময় গোপিনাথ ত্রিপুরা নামে এক যুবক কিশোরী মুখ ও চোখ চেপে ধরে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।

এসময় বাধা দিলে ঐ কিশোরীর গলায় চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এসময় মেয়েটি অজ্ঞান হয়ে পরলে মারা গেছে মনে করে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটিকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ঐ কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এই ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা রুজু করা হয়। ওসি আরো জানান, ঘটনার পরদিন গোপিনাথ ত্রিপুরাকে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া থেকে গ্রেফতার করা হয়। গোপিনাথ একই এলাকার অলদ মোহন ত্রিপুরার ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারত