বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত : জয়শঙ্কর

| শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার দেশ বাংলাদেশে সংখ্যালঘুসংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে উল্লেখ করে বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের। বাংলাদেশে হিন্দু সমপ্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা পাঁচটি প্রশ্নের লিখিত জবাবে এস জয়শঙ্কর এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতের লোকসভা গতকাল শুক্রবার ওই প্রশ্নোত্তরগুলো প্রকাশ করে। খবর বাসসের।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশে সংখ্যালঘুসংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে উল্লেখ করে বলেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশের সরকারের।

পূর্ববর্তী নিবন্ধনিদানতরানী ভরাট, অনিশ্চয়তায় তিন হাজার একর জমির লবণ উৎপাদন
পরবর্তী নিবন্ধকলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানোর তীব্র নিন্দা ঢাকার