রাঙামাটিতে টেক্সি দুমড়ে মুচড়ে শিক্ষার্থী নিহত

বাস উল্টে আহত ২২

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী ও মানিকছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২২ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় পর্যটকবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে সিএনজি টেক্সি দুমড়েমুচড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। অন্যদিকে সদর উপজেলার মানিকছড়ি রাবার বাগান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস উল্টে ২২ জন আহত হয়। সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো পাড়া এলাকায় পর্যটকবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে সিএনজি টেক্সিযাত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাই মে মারমা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। টেক্সির আরও ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় সিএনজি টেক্সিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাই মে মারমা নিহত হন। পর্যটকবাহী বাসের চালক, হেলপারকে আটক করেছে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত নারীর পরিবারকে খবর দেয়া হয়েছে। বাসটি জব্দ ও চালকহেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি রাবার বাগান এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২২ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ১০ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন আজাদীকে জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী একটি বাস সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে মানিকছড়ি রাবারবাগান এলাকায় উল্টে যায়। এতে বাসের ২২ যাত্রী আহত হন। ১০ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থেকে দুজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএক মাস পর কাল শুরু হচ্ছে উৎপাদন