সীতাকুণ্ডে মুরগির খামারে দুর্বৃত্তের আগুন

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি মুরগির খামারে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।

আগুনে খামারে থাকা চার সহস্রাধিক মুরগি পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, খামার মালিক লোকমান চৌধুরী ফেনী জেলার বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।

লোকমান চৌধুরী বলেন, ‘আমি একজন কলেজশিক্ষক। অথচ আমার খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আমার খামারের সব মুরগি পুড়ে গেছে। পুরো খামার ছাই হয়ে গেছে। খামারে চার হাজার মুরগি ছিল।’

জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, ‘রাত ২ থেকে ৩টার দিকে ওই খামারটিতে আগুন লাগার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি আমরা। পেলে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে কনের বাড়িতে বরের আগে হাজির ইউএনও, বন্ধ বিয়ে
পরবর্তী নিবন্ধপটিয়ায় বিদ্যুৎপৃষ্টে সেলুন কর্মচারীর মৃত্যু