অক্টোবর মাস থেকেই শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারদিন ব্যাপী ফরম্যাট। লঙ্গার ভার্সনের খেলা শেষ হলেই প্রথমবার এনসিএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার সূচি ছিল পূর্ব নির্ধারিত। তবে মিরপুর হোম অব ক্রিকেটে টুর্নামেন্টের কোনো ম্যাচ হবে না। এনসিএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে, পরে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। গতকাল বৃৃহস্পতিবার জানা গেছে মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে হচ্ছে না কোনো ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদিন নান্নু। ফলে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে, ৩০ ডিসেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আর তার আগেই এই নতুন টুর্নামেন্টের করতে যাচ্ছে বিসিবি। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট। এই টি–টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট আট দল। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই পাওয়া যাবে না এই টুর্নামেন্টে।