সুখী : বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম উদ্বোধন

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘স্বাস্থ্য সেবার সব সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে, সুখী সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা : এখন ঘরে বসেই দেশের সেরা চিকিৎসকদের সাথে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট করানো, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা গ্রহণ করা যাবে। এছাড়া পুষ্টিবিদ, মনোরোগ বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন পেশাদারি সেবাও সহজলভ্য। বিশেষায়িত সেবার মধ্যে রয়েছে কেয়ারগিভার, প্যারেন্ট কেয়ার এবং ন্যানি সেবা।

দেশব্যাপী সেবা বিস্তার : টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুখীর সেবা দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে যাবে। ‘সুখী সেবা কেন্দ্র’ এবং কল সেন্টার ১০৬৫৭ নম্বরে যোগাযোগের মাধ্যমে এ সেবা নেওয়া যাবে। শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করে প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেওয়াই সুখীর মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠান : মিরপুরের টেলিকম ভবনে গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকীসহ অতিথিবৃন্দ। মো. আশরাফুল হাসান বলেন, আমাদের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সহজে এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা। সুখী এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডা. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, সুখী একটি যুগান্তকারী উদ্যোগ, যা বাংলাদেশের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দেবে।

আন্তর্জাতিক সমপ্রসারণ : গ্রামীণ ইয়ামেন এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সুখী সেবা মধ্যপ্রাচ্যের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। গ্রামীণ ইয়ামেনের অবকাঠামো এবং আঞ্চলিক অভিজ্ঞতা মধ্যপ্রাচ্যের বাজারে সুখীর সেবা সহজে একীভূত করতে সহায়ক হবে। সেবা গ্রহণের পদ্ধতি :

সুখী’ অ্যাপটি Google Play এবং App Storeথেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও, www.shukhee.comও ১০৬৫৭ নম্বরে কল করে সহজেই সেবা নেওয়া যাবে। সুখী তার প্রতিশ্রুতিতে অটল থেকে আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিচারপতিকে ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ
পরবর্তী নিবন্ধপাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি