কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর থেকে অবৈধভাবে নির্মিত পাঁচটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
একইভাবে বনভূমিতে রোপিত প্রায় এক একর তামাক ক্ষেত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় দুই একর সংরক্ষিত বনভূমির নিয়ন্ত্রণ এসেছে বনবিভাগের হেফাজতে। উদ্ধারকৃত সংরক্ষিত বনভূমিতে বনায়ন সৃজন করা হবে বলে জানিয়েছে বনবিভাগ।
কক্সবাজারের চকরিয়ায় বনবিভাগ অবৈধভাবে নির্মিত ঝুপড়িঘর ও তামাক ক্ষেতে উচ্ছেদ অভিযান চালিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংরক্ষিত বনভূমি উদ্ধারে এই অভিযান পরিচালনা করা হয় ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনস্থ ফাঁসিয়াখালী বনবিটের উচিতার বিল মৌজায়।
অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন। এ সময় ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো. খসরুল আমিন, ফরেস্ট গার্ড, সিজিপির সদস্য ও ভিলেজারগণ অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দীন বলেন- এই রেঞ্জে যোগ দেওয়ার অনেক আগে থেকেই সংরক্ষিত বনভূমিতে অবৈধ বসতি গড়ে উঠে। সেই অবৈধ বসতি ও তামাক ক্ষেত গুঁড়িয়ে দিয়ে প্রায় দুই একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরও বলেন- বন, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় বনবিভাগের এই অভিযান অব্যাহতভাবে চলবে।