আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন, গায়েবানা জানাজা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য। এছাড়া যোহরের পর আলিফের গায়েবানা জানাজা আদায় করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থীরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও জিরো পয়েন্ট মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসানের সঞ্চালনায় চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে একটি মহল ও বিদেশি চক্র বারবার চেষ্টা করছে। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক বলেন, দেশ ও জাতি একটি ক্রান্তিকাল পার করছে। জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও একই ধরনের কাজ করছেন। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। সরকারের নমনীয়তা আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে। আমরা চাই আজকেই তাদের মাথা অবনত করার ব্যবস্থা করা হোক। ইসকনকে নিষিদ্ধ করা হোক। সাইফুল ইসলামকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। আমরা এর দ্রুত বিচার চাই।

এদিকে দুপুর দুইটায় চবির জিরো পয়েন্টে সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির সমন্বয়ক আব্দুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধঅবিলম্বে আইনজীবী আলিফের হত্যাকারীদের গ্রেফতার দাবি