ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাররা বাজেভাবে হারলেও নিজের কাজটা ঠিকঠাকই করেন তাসকিন আহমেদ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার নেন পাঁচ উইকেট। যার প্রতিফলন পড়ল আইসিসি র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় বড় লাফ দিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার। পুরুষ ক্রিকেটারদের বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ের হালনাগাদে ১৬ ধাপ এগিয়েছেন তাসকিন। আর টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ২৪ ধাপ উন্নতি করেছেন জাকের আলি। ২০১ রানে হেরে যাওয়া অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং উপহার দেন তাসকিন। ৬৪ রানে ৬ উইকেট নেন ডানহাতি এই পেসার। ১৬তম টেস্টের ক্যারিয়ারে ৩ বার চার উইকেট পাওয়ার পর অবশেষে পান পাঁচ উইকেটের স্বাদ। ম্যাচের প্রথম ইনিংসে দুই শিকার ধরেন তাসকিন। এই পারফরম্যান্সে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করে এখন ৫১তম স্থানে তাসকিন। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে তাইজুল ইসলাম। এবারের হালনাগাদে ৫ ধাপ পিছিয়ে বাঁহাতি স্পিনার আছেন ২৩ নম্বরে। ম্যাচে মোট পাঁচ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ১১তম স্থানে ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস। তার সতীর্থ অভিজ্ঞ কেমার রোচের অগ্রগতি ৪ ধাপ, আছেন ১৭ নম্বরে। ৩ ধাপ উন্নতি করে ২৯তম স্থানে আলজারি জোসেফ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জাকের প্রথম ইনিংসে করেন ৫৩ রান। দ্বিতীয়ভাগে তার ব্যাট থেকে আসে ৩১ রান। এই পারফরম্যান্সে লম্বা লাফ দিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান ৮৪তম। তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে যৌথভাবে মুশফিকুর রহিম ও লিটন দাস। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যাওয়া অভিজ্ঞ কিপার–ব্যাটসম্যান মুশফিক এক ধাপ পিছিয়ে আছেন ৩২ নম্বরে। অ্যান্টিগায় দুই ইনিংসে ৪০ ও ২২ রান করে এক ধাপ এগিয়ে মুশফিকের সঙ্গী লিটন। এক ধাপ করে এগিয়ে মোমিনুল হক ৪৭ ও মেহেদী হাসান মিরাজ আছেন ৬৭তম স্থানে। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন মিরাজ। ৩ ধাপ এগিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে তিনে তিনি।
এদিকে ভারতের পেস তারকা যশপ্রীত বুমরা আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন। পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯৫ রানে জেতা ম্যাচে আট উইকেট নেন তিনি। ওই পারফরম্যান্স করে ডানহাতি পেসার দুই ধাপ এগিয়ে গেছেন। পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার জোশ হ্যাজেলউডকে। ইংল্যান্ডের জো রুট এখনও টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করা ভারতীয় তরুণ যশস্বী জয়সাওয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে চোখ রাঙাচ্ছেন।