কর্ণফুলীতে চার করাতকল মালিককে জরিমানা

লাইসেন্সের শর্ত ভঙ্গ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

সড়ক ব্যবহার করা ও স্টক রেজিস্টার না থাকার অভিযোগে কর্ণফুলীতে চার করাতকল (স’মিল) মালিককে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

জানা যায়, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারি রাস্তা ব্যবহার করা ও স্টক রেজিস্টার না থাকায় মোহছেন আওলিয়া টিম্বার এন্ড সন্সকে ৮ হাজার টাকা, একই অপরাধে খাজা টিম্বার্স এন্ড সমিলকে ১০ হাজার টাকা, শফি টিম্বার্স এন্ড স’মিলকে ১০ হাজার টাকা, কর্ণফুলী স’মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইন বিধি অনুসরণপূর্বক লাইসেন্স গ্রহণ করে লাইসেন্সের শর্ত মোতাবেক করাতকল পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে ফরেস্টর, রেঞ্জ কর্মকর্তা ও পটিয়া রেঞ্জ প্রসিকিউশন দায়ের করেন। অভিযানে কর্ণফুলী থানা পুলিশ সহায়তা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত বলেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় কারণে ৪ করাতকলের মালিককে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনারী নির্যাতন আর নয়
পরবর্তী নিবন্ধচুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৪ বা ২৫ জানুয়ারি