আবুল খায়ের স্টিল মিলের আমদানিকৃত লোহার স্ক্র্যাপবাহী ট্রাক ছিনতাই হওয়ার পর বায়েজিদ স্টিল মিল থেকে উদ্ধার ও দুজনকে আটক করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরির রড তৈরির কাঁচামাল আমদানিকৃত লোহার স্ক্র্যাপ বহনকারী বিসমিল্লাহ ট্রান্সপোর্টের মালিকানাধীন একটি ট্রাক বন্দর থেকে ফ্যাক্টরিতে যাওয়ার পথে মদনহাট বাজারে ট্রাকের চালককে জিম্মি করে ডাকাত দল ট্রাকটি ছিনতাই করে।
ট্রাক ছিনতাইয়ের ঘটনা মিল কর্তৃপক্ষকে জানানোর পর সীতাকুণ্ড থানার পুলিশ ও মিলের স্কর্ট টিম ট্র্যাকারের মাধ্যমে ট্রাকটির লোকেশন ট্র্যাক করলে নাসিরাবাদ বায়েজীদ স্টিল ফ্যাক্টরির ভেতরে গাড়ির অবস্থান পাওয়া যায়। পরে বায়েজিদ থানা পুলিশের সাহায্যে বায়েজীদ স্টিল ফ্যাক্টরি স্ক্র্যাপ আনলোডিং পয়েন্ট থেকে মাল বোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর জানান, ছিনতাইয়ের সাথে জড়িত দুজনকে আটক করে পুলিশ। বর্তমানে স্ক্র্যাপসহ ট্রাকটি এবং আটককৃত দুজন সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বুধবার (গতকাল) রাতে থানায় মামলা দায়ের হয়েছে।