বিজিসি ট্রাস্টের এক শিক্ষার্থী বহিষ্কার

আইনজীবী হত্যার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালতে চিন্ময় দাসের মুক্তির দাবিকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর নাম শুভ কান্তি দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল বুধবার অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার।

জানা গেছে, হাতে দেশীয় অস্ত্রসহ একদল যুবকের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে থাকা একজন শুভ কান্তি দাস বলে নিশ্চিত করেছেন তার পরিচিতরা। খুনের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর শুভর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধআজকেও আইনজীবীদের কর্মবিরতি
পরবর্তী নিবন্ধরয়টার্সের প্রতিবেদন বস্তুনিষ্ঠ নয় : সিএমপি