ভারতে পালানোর পথে মীরসরাইয়ে দ্বৈত নাগরিক আটক

| বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর পথে চট্টগ্রামের আশীষ পুরোহিত (৬৫) নামে একজনকে আটক করে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। তার নিকট বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ভারতীয় আধার কার্ড পাওয়া যায়, এবং সে দ্বৈত নাগরিক বলে বিজিবি জানায়। খবর বাসসের।

গতকাল বুধবার দুপুরে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অলিনগর বিওপির ২২০১/৬ নম্বর পিলারের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন অলিনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার (নায়েব সুবেদার) খুরশিদ আলম। আটক পুরোহিত আশীষ চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে।

বিজিবি৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আশীষ পুরোহিত অলিনগর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করে আমাদেরকে খবর দেয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় আধার কার্ডের একটি স্ক্যান কপি, বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র ও মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিকিৎসার জন্য অবৈধভাবে ভারত যাচ্ছিলেন বলে সে জানায়। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং অবৈধ পারাপারের দায়ে তাকে মীরসরাইয়ের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, সীমান্তের অলিনগর থেকে আশীষ পুরোহিতকে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার কাছে বাংলাদেশের এনআইডি ও ভারতের আধার কার্ড পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগ বিভাগে আগামী মাসে যুক্ত হচ্ছে আরেকটি এনজিওগ্রাম মেশিন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুর্ঘটনার কবলে হাসনাত সারজিসের বহরের কার, আটক ২