নগরের ফলমণ্ডিতে চোখে মরিচের গুঁড়া ছুড়ে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির মো. কাউছার মিয়া (৩৮), ডবলমুরিং দোলা কলোনির মো. পারজে ও মো. রাব্বী (২৬)। তাদের গ্রেপ্তারের বিষয়টি গতকাল মঙ্গলবার কোতোয়ালী থানার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত রোববার দুপুর আড়াইটার দিকে ৩০ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন ফলমণ্ডির বিসমিল্লাহ ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার রেজাউল করিম সাকিব। তিনি ভঙ্গিশাহ মাজারের সামনে পৌঁছালে ধৃত পারভেজ তার চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এরপর পারভেজসহ ধৃত তিনজনই তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা সাকিবের হাত, পা, পিঠ ও মুখে ছুরিকাঘাত করে। এ ঘটনায় বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মো. আলাউদ্দিন কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে আটক করে। আটক একজনকে ‘উত্তম মধ্যম’ দিয়ে সেনাবাহিনীর নিকট এবং একজনকে পুলিশের নিকট সোপর্দ করেন। এ সময় একজন পালিয়ে যায় বলেও উল্লেখ করা হয়।