নগরের আগ্রাবাদ এক্সেস রোড ও কোতোয়ালী থানার রাইফেল ক্লাবের সামনে প্রায় একশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে ফুটপাতে দোকানের মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৬ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক সূত্রে জানা গেছে, অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডের বাদামতলী মোড় সংলগ্ন পার্কিংয়ের জায়গা থেকে অবৈধ গেইট অপসারণ ও ফুটপাত থেকে ৫০টি দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া রাইফেল ক্লাবের সামনে থেকে লয়েল রোড হয়ে লালদিঘীর পাড় পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত থেকে প্রায় ৫০টি অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।